স্টাফ করেসপন্ডেন্ট,সোমবার,২৯ অক্টোবর ২০১৮:
পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিনে চলছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে এই ধর্মঘটের ফলে আজও রাজধানীতে গণপরিবহন চলছে না।
আগের দিনের মতো সোমবার (২৯ অক্টোবর) সকাল ৬টা থেকেই রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট দেখা গেছে। সকাল থেকেই কয়েকটি বিআরটিসির বাস ছাড়া আর কোনো গণপরিবহন দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা
আজ কর্মমুখী মানুষগুলো বাস না পেয়ে পায়ে হেঁটে চলছেন। অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা কর্মস্থলে যাচ্ছেন। এছাড়াও রাইড শেয়ারিং অ্যাপের বিভিন্ন কোম্পানির মোটরসাইকেলযোগেও গন্তব্যস্থলে যাচ্ছেন হাজারো মানুষ।
তবে কিছু বিআরটিসি বাস চলছে। অনেক সময় পর পর দুই-একটি বিআরটিসি বাস আসলেও সেগুলো থাকে ভরা। মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর মোহম্মদপুর, মহাখালী, উত্তরা, মিরপুর, গাবতলী, আজিমপুর, জিগাতলা, ফার্মগেট এলাকায় গণপরিবহন কম দেখা গেছে। এছাড়া গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়দাবাদ এলাকায়ও গণপরিবহন চলাচল করছে না।