রাসেল খান,
রাজধানীর উত্তরায় গভীর রাতে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে।
রবিবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে এইচ এম প্লাজা নামক একটি কম্পিউটার মার্কেটে বৈদ্যুতিক ক্যাবল ও নেটওয়ার্কের ক্যাবল থেকে এই আগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, উত্তরা রাজলক্ষ্মী পার্শ্বে এইচ এম প্লাজা নামক একটি কম্পিউটার মার্কেটে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই ১৬ তলা ভবনের ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ভবনের পাশ দিয়ে থাকা বৈদ্যুতিক ক্যাবল ও নেট ওয়ার্কের ক্যাবল এবং এন্টিনায় আগুন জ্বলিতেছে। দ্রুত ফায়ার সার্ভিসের ০৬ টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করে । প্রায় ১ ঘন্টা চেষ্টা চালালে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ভবনের বৈদ্যুতিক ক্যাবল ও গ্রামীন ফোন,এক্সেস টেলিকম, ব্রাকনেট এর নেট ওয়ার্কের ক্যাবল ও এন্টিনা আগুনে ক্ষতিগ্রস্থ হয়। ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপের কারনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে এবং এইচ এম প্লাজাসহ আশেপাশের অনেক ভবন আগুন থেকে রক্ষা পেয়েছে।