1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

রাজধানীতে গাড়িচাপায় নারীসহ ২ জন নিহত

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮
  • ১৩১ পাঠক

স্টাফ করেসপন্ডেন্ট,সোমবার,২৯ অক্টোবর ২০১৮:
যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়ায় ব্রিজের ঢালে গাড়িচাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তি (৩৫) এবং আরেকজন তরুণী মনসুরা আক্তার (২৫) বলে জানা গেছে।

রাত সাড়ে ১০টার দিকে দাওয়াত খেয়ে ফিরছিলেন পুলিশের সিআইডির এসআই মোহাম্মদ মহিউদ্দিন। রাস্তায় তিনি দুইজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যাক্তিকে মৃত ঘোষণা করেন।

আহত অবস্থায় থাকা মনসুরা আক্তার পরে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মনসুরা আক্তারের বাড়ি দাউদকান্দির ধলেশ্বরী এলাকায় বলে জানা গেছে। এখানে যাত্রাবাড়ী এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। তার মনিরুজ্জামান জানান, মনসুরা মানসিক রোগী। প্রায়ই সময় কাউকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। আজকেও এভাবে বের হয়ে গিয়েছিল।

স্থানীয়রা জানাচ্ছেন, রাস্তার পাশে কোন গাড়ি এ দুইজনকে চাপা দিয়ে চলে গেছে। তবে রাতের অন্ধকারে কোন গাড়ি সেটি শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার পরে স্থানীয়রা কেউ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল না দেখে পথচারী এসআই মহিউদ্দিন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু জানান, মৃতদেহ দুইটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD