December 14, 2025, 7:38 am

ঢাকায় জাতীয় ঐক্যফ্রন্টের জনসভার ঘোষণা

Reporter Name 239 View
Update : Monday, October 29, 2018

নিজস্ব প্রতিবেদক,সোমবার,২৯ অক্টোবর ২০১৮:
আগামী ২ নভেম্বর (শুক্রবার) রাজধানীতে জনসভা করতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট। জনসভাস্থল হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা নির্ধারণ করে পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানান ।

রিজভী বলেন, ‘২ নভেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় জনসভা অনুষ্ঠিত হবে। জনসভার জন্য অনুমতিও চাওয়া হয়েছে। তবে এখনও জনসভার অনুমতি পাওয়া যায়নি।’

এদিকে আগামী ২ নভেম্বর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা করার কথা ছিল। এবিষয়ে রিজভী বলেন, ‘রাজশাহীতে জনসভা ২ নভেম্বর থেকে থেকে পিছিয়ে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ।


More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর