1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ২২ জুন ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

চাকরির নামে ফাঁদ পাততো ওরা ৭ জন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ১৫৪ পাঠক

নিউজ ডেস্ক-
মঙ্গলবার,৩০ অক্টোবর ২০১৮:

ভুয়া এজেন্সি খুলে চাকরির প্রলোভন দেখিয়ে ২০১০ সাল থেকে শিক্ষিত বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করে আসছে একটি চক্র।
বেকার যুবকদের ট্রেনিং এর মাধ্যমে চাকরি দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামের ভুয়া একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭ প্রতারককে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকা মেট্রোর দক্ষিণ বিভাগ।       

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশেষ পুলিশ সুপার মো. এনামুল কবিরের নেতৃত্বে সিআইডি রমনা ইউনিটের একটি দল গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানাধীন আমান্তা এসএইচ টাওয়ারের লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সিটি এজেন্সি অফিস থেকে তাদের গ্রেফতার করে।

বিশেষ এ অভিযানে গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন- ঠাকুরগাঁ হরিপুরের বাবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩০), পাবনা ঈশ্বরদীর রেজাউল হকের ছেলে আরিফুল হক পলাশ (৩০), নাটোর বড়াইগ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে লিটন রনি (২৫), পাবনা ঈশ্বরদীর আব্দুল খালেক সরদারের ছেলে সাদ্দাম হোসেন (২৫), নাটোর বড়াইগ্রামের মমতাজ আলীর ছেলে আব্দুল কাদের (৩৫), সিরাজগঞ্জ কাজিপুর এর আবদুল হামিদের ছেলে আব্দুস সালাম (২৬), নেত্রকোনা কলমাকান্দার গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩১)।

মঙ্গলবার (৩০ অক্টোবর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার এনামুল কবির।

তিনি বলেন, ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একটি ভুয়া নিয়োগ প্রতিষ্ঠান। বেকারদের নিয়োগের কথা বলে তারা জামানত হিসেবে টাকা জমা রেখে তা আত্মসাৎ করে। এই গ্রুপের সাতজনকে গ্রেফতার করা হয়েছে।’   

এনামুল কবির বলেন, ‘গত ২৫ অক্টোবর রাজধানীর দক্ষিণখানের গাজী টাওয়ারের ৫ম তলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের মাধ্যমেই অপরাধ চক্রের এই হোতাদের ধরা হয়। তারা দেশের বিভিন্ন অঞ্চলের যুবকদের চাকরি দেওয়ার কথা বলে ট্রেনিং করায়। কিন্তু পরবর্তীতে চাকরির জন্য প্রার্থীরা চাপ দিতে থাকলে তারা তাদেরকে আরও লোক নিয়ে আসার জন্য বলে। নতুন লোকদের কাছ থেকেও তারা বিভিন্ন অঙ্কের টাকা নেয়। এভাবে এমএলএম পদ্ধতিতে তারা মানুষের সঙ্গে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছে।’    
সিআইডির বিশেষ এই পুলিশ সুপার জানান, ‘‘তারা এই যুবকদেরকে ১৫-২০ দিনের একটা কর্মশালা করায় এতে ‘উন্নত জীবন কেমন হবে বা কেমন করে গঠন করতে হবে’ এই সম্পর্কে প্রশিক্ষণ দেয়। তারা চাকরি দেয়ার নাম করে প্রতি জনের কাছ থেকে ৪০ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে থাকে। কিন্তু পরবর্তীতে তাদেরকে আর চাকরিতো দেওয়া হয়ই না বিভিন্ন হুমকি-ধামকি দিতে থাকে।’  

তিনি আরও বলে, ‘আমরা এ ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি। ২০১০ সাল থেকে লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামক এই প্রতিষ্ঠানটি কাজ করছে। তারা মানুষের কোটি কোটি টাকা ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে।’    

এ সময় তাদের কাছ থেকে সিটিসি এলইডি মনিটর ১০টি, রাইস কুকার একটি, একটি ডিনার সেট, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মার্কেটিং লেখা একটি ক্রেস্ট, সাপ্তাহিক ইনসেনটিভ এর তালিকা, সিটি ব্যাংকের বিভিন্ন হিসাব নাম্বার, টাকা জমা প্রদানের রশিদ বই, ট্রেনিংয়ের নামের তালিকা সম্বলিত খাতা, ১০টি পূরনকৃত সদস্য ফরম, অফিসের টাকা লেনদেনের লেজার খাতা, অফিসে ব্যবহৃত ৩ টি ডিজিটাল সিল, অস্পষ্ট ও ঘষামাজা একটি সিল এবং একটি সিপিইউ জব্দ করা হয়।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD