নিউজ ডেস্ক-
মঙ্গলবার,৩০ অক্টোবর ২০১৮:
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ৫ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া ৫ জন হলেন- জহিরুল হক জহির, আবদুল্লাহ আল মামুন, মো. জাহাঙ্গীর আলম, শেখ একেএম মনিরুজ্জামান কবীর ও মনজুর কাদের।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির পক্ষে এই ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল করে তাদের অব্যাহতির আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগ।
যদিও আদেশে অব্যাহতির কারণ উল্লেখ করা হয়নি।
এদিকে ৫ ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়ায় এখন অ্যাটর্নি জেনারেলের দফতরে ডেপুটির সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার অনুবিভাগের জারি করা আদেশে অ্যাটর্নি জেনারেলের দফতরে আরও ৩৪ আইন কর্মকর্তা যোগ দেন। যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা লড়ছেন।