নিউজ ডেস্ক,বুধবার,৩১ অক্টোবর ২০১৮:
বিপুল পরিমাণ উগ্রবাদী বই, লিফলেট, গানপাউডার, বিদেশি অস্ত্রসহ আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) ও জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার সন্ধ্যায় উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে বারোটায় রংপুরে র্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মোজাম্মেল হক।
তিনি বলেন, র্যাবের জঙ্গি সেলের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মুসরত মদাতী সরকারী প্রাথমিক অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর আঞ্চলিক সমন্বয়কারী হাসান আলী লাল, কেন্দ্রীয় সুরা সদস্য আসমত আলী লালটু, সামরিক শাখার সদস্য শাফিউল ইসলাম সাদ্দাম, আবু নাইম মিস্টার, আলী হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি বিস্ফোরক, বোমা তৈরির উপকরণ এবং বই ও লিফলেট উদ্ধার করা হয়।
একই জেলার পাটগ্রাম থেকে জেএমবির তমিজুল ইসলাম ও সুন্নাহ ইসলামকে গ্রেফতার করা হয়।
মোজাম্মেল হক বলেন, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় এর নাশকতার পরিকল্পনা করছিলেন গ্রেফতারকৃতরা। বিশেষ করে নির্বাচনকে ঘিরে তারা নাশকতার পরিকল্পনা করছিলো। তাদের পরিকল্পনা আমরা নষ্ট করে দিয়েছি। তাদের নামে থানায় মামলা হয়ছে।