নিজস্ব প্রতিবেদক-
বৃহস্প্রতিবার,০১ নভেম্বর ২০১৮:
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় রায় প্রদান এবং নি:শর্ত মুক্তির দাবীতে গণ অনশন পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। বৃহস্পতিবার (০১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পযন্ত এই গণ অনশন পালন করেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গণ অনশন পালিত হয়।
দিনব্যাপি গণ অনশনে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার,সহ-সভাপতি মনজুর এলাহী, এড.আ: বাসেদ,রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা যুবদলের মাসুদ রানা, নরুজ্জামান মোল্লা, জেলা মৎস্যজিবী দলের সভাপতি হাবিবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, নরসিংদীর সদর থানার যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ বিএনপি নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির ডা: নাসিরউদ্দিন সরকার, আলমগীর হোসেন, আওলাদ হোসেন মোল্লা, রফিকুল ইসলাম, যুবদলের স্বপন সরকার, খোরশেদ আলম প্রিন্স, মাধবদী মহাবিদ্যালয়ের সাবেক এজিএস আবুল বাসার, ছাত্রদলের সজীব ভূইয়া, আল আমিন, সুমন মোল্লা, শামীম সরকার, ছাত্র নেতা এস.এম তরিকুল ইসলাম ইতিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।