1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন

তুরাগে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এলাকার মাতাব্বর সহ আহত ৩

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ৫ নভেম্বর, ২০১৮
  • ৯০ পাঠক

রাসেল খান,
রাজধানীর তুরাগের চন্ডালভোগ এলাকায় সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এলাকার মাতাব্বর সহ ৩ জন আহত হয়েছেন।
আহতরা হলেন ১/ মোস্তফা মাতাব্বর (৫৫), ২/ ইউনুছ আলী (৭০), ৩/ আয়েস আলী (৫০)।

আশঙ্কাজনক অবস্থায় জমির মালিক মোঃ ইউনুছ আলি (৭০) এবং বিচারক মোঃ মোস্তফা মাতাব্বর কে উত্তরা শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তুরাগের চন্ডালভোগ এলাকার জমি-সংক্রান্ত বিষয় নিয়ে ২ কাঠা জমি নিয়ে গত ৩ বছর যাবৎ প্রতিবেশী আদম (৫০) গংদের সাথে জামেলা চলে আসছিল। গত শনিবার সকালে ঢাকা উত্তর কাউন্সিলার আফসার উদ্দিন খান এবং এলাকার স্থানীয় মাতাব্বরদের উপস্থিতে লিখিত ভাবে সমাধান করে দেয়। রবিবার সকালে আহত ইউনুস আলী তার নিজ জমিতে দেয়াল করতে গেলে আদম আলী গংরা বাধাঁ দেয়। পরে ঘটনাটি এলাকার মাতাব্বরদের জানালে সোমবার সকালে মোস্তফা মাতাব্বরকে নিয়ে জমির মালিক ইউনুস দেয়াল করতে গেলে আদম আলী (৫০), আদমের স্ত্রী ওরশনা(৪২), আদমের ছেলে ইমরান(২৬), সোলেমান (৪০), সামাদ (৬০) সহ অঙ্গাত ৫/৬ জন হামলা চালায়।

এবিষয়ে তুরাগ থানা পুলিশের অপারেশন তদন্ত দুলাল জানান, আমরা ঘটনার পর খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। ঘটনার পর আদম (৫০)কে আটক করেছে তুরাগ থানা পুলিশ। ঘটনায় পর থেকে হামলাকারীরা পালাতক রয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত তুরাগ থানায় কোন মামলা হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD