1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন

মুশফিকের সঙ্গে কথা বলতে হবে

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ৭ নভেম্বর, ২০১৮
  • ৮১ পাঠক

বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে শোচনীয়ভাবে হেরেছে। জিম্বাবুয়ে তাদের টেস্টের ১২তম জয় তুলে নিয়েছে ১৫১ রানের বিশাল ব্যবধানে।

পঞ্চপান্ডবের তিন জন নেই, আছেন শুধু মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তামিম-সাকিবের অনুপস্থিতি মুশফিকের প্রতি সবার দৃষ্টি ছিল। তবে মুশফিক দুই ইনিংসেই ৬ নম্বরে নেমেছেন।

এ বিষয়ে মাহমুদুল্লাহ ম্যাচ শেষে বলেন, ‌‌‌‌‌‌‌’অবশ্যই ভালো একটা পয়েন্ট বলেছেন। এটা নিয়ে টিম ম্যানেজমেন্ট এবং মুশফিকের সঙ্গে কথা বলতে হবে যে ও ব্যক্তিগতভাবে কি চাচ্ছে। এমনিতে এটা টিম ম্যানেজমেন্টের কল যে কে কোথায় ব্যাট করবে, কাকে কখন কোন জায়গায় খেলাবে। মুশফিককে ছয়ে খেলানোর কারণ, দলের ব্যাটিংয়ে যেন গভীরতা থাকে। মুশফিকের পাঁচ-ছয় নম্বরে বড় ইনিংস আছে।’

টেস্ট অধিনায়ক আরো বলেন, ‘আজ করতে পারত চারে ব্যাটিং। করতে পারত না, এমন নয়। তবে সিদ্ধান্তটি এজন্য ছিল যে ছয় নম্বরে ও বেশ স্বচ্ছন্দ। পাঁচ-ছয়ে ওর বড় ইনিংস আছে। পরের ম্যাচে হয়তোবা ব্যাটিং অর্ডার বদল হতেও পারে।’

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD