দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং প্রদর্শনী শেষে লজ্জার হার। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানের হার দিয়ে টেষ্ট সিরিজ শুরু বাংলাদেশের। আর এই ম্যাচের পর নিজেদের ব্যাটিংয়ের পাশাপাশি টস এবং উইকেটকেও হারের কারন বলে দায়ী করলেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তার করা বাংলাদেশ টেষ্টে এতটা নাজেহাল হবে হয়তো ভাবে কেউই। কিন্তু নিজেদের ভুলের খেসারত নিয়ে না ভাবা কাজটিই করল বাংলাদেশ। ভালো করতে পারেনি বাংলাদেশের কোন তারকাই। শেষ আট ইনিংসেই নেই কোন ২০০ রানের স্কোর।
এই ম্যাচ শেষে রিয়াদ বলেন, আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আমরা টস হেরেছি এবং প্রথম ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। আমার মনে হয় উইকেট ভালো ছিল। কিন্তু আমরা আমাদের মত করে ব্যাটিং করতে পারিনি। আমরা উইকেট ঠিক মত পড়তে পারিনি।
তবে আগামী ম্যাচে আরও শক্তি ভাবেই ফিরতে চাওয়া রিয়াদ বলেন, পরিবর্তি ম্যাচে আমরা আরও শক্তিশালী হয়েই ফিরব। আমাদের বোলাররা দারুন করেছে। তাইজুল ছিল অসাধারন। হারটা সবসময়ই কষ্টের। আরিফুল ভালো ব্যাটিং করেছে। আশাকরি আগামী ম্যাচে আমরা আরও ভালো পারফর্মেন্স করতে পারব।