আব্দুল কুদ্দুস-
শুক্রবার,০৯ নভেম্বর ২০১৮: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে নরসিংদীর মাধবদীতে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) থেকে পৌরসভার ২নং ওয়ার্ডে শহর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের ধারে ধারে গিয়ে লিফলেট বিতরণ করেন ও বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লে: কর্ণেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) এর পক্ষে নরসিংদী-১ আসনে নৌকা মার্কায় ভোট চান। এ ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোশাররফ হোসেন মানিক।
আরো উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ, মাধবদী শহর যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা ও সাধারণ সম্পাদক হাজী ইলিয়াছ, সহ-সভাপতি কাজী মাসুদ, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের আহ্বায়ক হাবিবুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,মাধবদী শহর জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইকবাল প্রধান ও সহ-সভাপতি সামস সুমন, মাধবদী শহর ছাত্র লীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রমূখ।