রিয়াজ মুন্না,চবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রক্টর আলী আজগর চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার, চবি শাখার নেতৃবৃন্দ ।
১২ নভেম্বর সোমবার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় । এ সময় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার, চবি শাখার সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পার্থ প্রতিম মজুমদারের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা উপস্হিত থেকে উপাচার্য ও প্রক্টরকে সংগঠনের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
সংগঠনটির সভাপতি মিজানুর রহমান বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ প্রচার ও তা প্রসারের নিমিত্তেই আমাদের এ সংগঠন । আমরা আশা করছি এ পরিষদ ও পাঠাগার তরুণ সমাজের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার পথকে সুগম করবে ।
চবি উপাচার্য পরিষদকে একটি অফিস কক্ষ বরাদ্দ ও কিছু বই প্রদান করবেন বলে আশ্বস্ত করেন ।
এ সময় আল ফাহাদ, তায়েফ আবেদীন, মোস্তফা মামুন, সাজ্জাদ শাকিল, জুয়েল রানা,এম এ হাসান, শেখ সাদ্দাম, নাফিস জ্যাকি,হাফিজুল ইসলাম, সুজন মাহমুদ, ওবায়দুর রহমান, নিয়ামত উল্লাহ, রফিকসহ স্মৃতি সংসদের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন ।
গত ২৩ অক্টোবর সংগঠনের চবি শাখার অনুমোদন দেয় কেন্দ্রীয় সংগঠন ।