নিউজ ডেস্ক | মঙ্গলবার,১৩ নভেম্বর ২০১৮:
ফের বোমা ফাটালেন রাখি সবন্ত। কয়েক দিন আগেই তনুশ্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তিনি। আরেকবার এই প্রসঙ্গ টেনে এনে হামলা করলেন তনুশ্রী দত্তকে।
রাখি দাবি করেন, ‘প্রায় এক দশক আগে তনুশ্রী আমার সঙ্গে লেসবিয়ান সেক্স করেছেন। আমার কাছে এটার প্রমাণও রয়েছে। তনুশ্রী আমার শরীরের প্রতিটা অংশ ভাল মতো চেনে। আমি সদ্য তখন বলিউডে পা রেখেছি, আমি এগুলি কিছুই বুঝতাম না। তনুশ্রী একজন উভকামী। শুধু আমি নই, আরও অনেক মহিলাকে হেনস্থা করেছেন তনুশ্রী। তারাও পরে প্রকাশ্যে এসে তনুশ্রীর বিরুদ্ধে মুখ খুলবেন।’
ভারতের এবেলার খবরে বলা হয়, রাখি আরও জানান, ‘আমি সমকামী কিংবা উভকামী নই, আমি স্ট্রেট। কিন্তু তনুশ্রী আমাকে লেসবিয়ান হিসাবে ব্যবহার করেছেন।’
রাখি এর পরে আরও এক ধাপ এগিয়ে অভিযোগ করেন, ‘তনুশ্রী মিস ইন্ডিয়া হয়েছেন কারোর শয্যাসঙ্গিনী হয়ে।’
সব শেষে রাখি জানান, ‘এদেশে আমার ভালো সম্মান রয়েছে। তনুশ্রী দত্ত আমেরিকা থেকে ‘#মিটু’ প্রোপাগান্ডা সামনে এনে আমার সম্মান নষ্ট করছেন। তনুশ্রী আসলে এ দেশকে ঘৃণা করেন, আর আমেরিকাকে ভালবাসে।’
যদিও রাখির এই নতুন অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি তনুশ্রী দত্ত।
তবে গত সপ্তাহেই ধর্ষণের অভিযোগের পালটা জবাবে রাখিকে নর্দমার শুকরের সঙ্গে তুলনা করে তনুশ্রী জানিয়েছিলেন, ‘রাখি সবন্ত একজন রূপান্তরকামী, ইন্ডাস্ট্রির অনেকেই বিষয়টি জানেন।’