নিউজ ডেস্ক | মঙ্গলবার,১৩ নভেম্বর ২০১৮:
লালমনিরহাটের আদিতমারি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের গিলাবাড়িতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গিলাবাড়ির আব্দুল জলিল মিয়া (৫০) ও গোলাম রব্বানি (৪৫)।
আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, দীর্ঘদিন ধরে চলা জমি নিয়ে বিরোধের জেরে সাপটিবাড়ি ও চিপারবাজার গ্রামের লোকজনের সকালে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই জলিল এবং আহবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে রব্বানি মারা যান।