নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার,১৫ নভেম্বর ২০১৮: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন তারা।
‘জাতীয় ঐক্যফ্রন্টে আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়েছে,’ চলমান রাজনীতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
বৃহস্পতিবার বেলা ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যে মাহমুদুর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন প্রমুখ।