নিউজ ডেস্ক |
বৃহস্পতিবার,১৫ নভেম্বর ২০১৮: এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ছিলেন ইলিয়াস কাঞ্চন ও চম্পা। এ তারকাদ্বয় আবারও একসঙ্গে পর্দায় এলেন। আর তা টেলিভিশনের জন্য।
বাংলাভিশনের জন্য তৈরি হয়েছে নতুন ধারাবাহিক ‘সোনালী দিন’। এতে অভিনয় করেছেন তারা। মূলত এটি পারিবারিক গল্পে নির্মিত।
মাতিয়া বানু শুকুর রচনা ও রোকেয়া প্রাচী’র পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন তারিন, ভাবনা, তৌকীর আহমেদ, অহনা, তাসনুভা তিশা, মনোজ, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, রাইসুল ইসলাম আসাদ, শিল্পী সরকার অপু, নওশাবা, তৌসিফ, রোজী সিদ্দিকী, শতাব্দী ওয়াদুদ, লিলিয়ান, এ্যরন, পীযূষ বন্দোপাধ্যায়, প্রাণ রায়, রমিজ রাজু প্রমুখ।
এর গল্পে দেখা যাবে, জারা বড় হয়েছে আমেরিকায়। পড়াশোনা করেছে ফিল্ম ইনস্টিটিউটে। ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে তাকে ভার্সিটিতে চলচ্চিত্র জমা দিতে হবে। ছবির বিষয়, প্রাইড অব ইওর নেশন। সেই ছবি নির্মাণের জন্য তাকে বাংলাদেশে আসতে হয়েছে। ছোটবেলায় মা-বাবার সঙ্গে চলে গিয়েছিল দেশের বাইরে, এবার তার প্রথম আসা। সঙ্গে আছে বিদেশি বন্ধু লিলিয়ান। তাকে সঙ্গে নিয়ে জারা উঠেছে হোটেলে। এ শহরে আছে জারার একমাত্র ফুফু জেসমিন, সেই বাসায় যাওয়া যাবে না।
এরপরই যুক্ত হবে তাদের পারিবারিক গল্প। ‘সোনালী দিন’ প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে নাটকটি প্রচার হচ্ছে।