নিউজ ডেস্ক |
বৃহস্পতিবার,১৫ নভেম্বর ২০১৮: দীর্ঘ সময় আয়কর প্রদানকারী গুরুদাসপুরের বিশিষ্ট ব্যবসায়ী নাটোর-৪ আসনের জাপা প্রার্থী আবুল কাশেম সরকার এবং হাজি মো. লতিফুর রহমানকে নাটোর জেলার সেরা করদাতা সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
জানা যায়, গত সোমবার বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড অডিটোরিয়ামে (রাজশাহী) সেরা করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছ থেকে নাটোর জেলার সেরা করদাতা হিসেবে নির্বাচিত আবুল কাশেম সরকারের সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তার ছেলে অ্যাডভোকেট শরিফুল ইসলাম সুমন এবং হাজি মো. লতিফুর রহমানের সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন তার ছেলে মো. আল-আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী অঞ্চলের কর কমিশনার ড. খন্দকার মো. ফেরদৌস আলম।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নুর-উর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর) মো. আলমগীর হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি মনিরুজ্জামান মনি প্রমুখ।