1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৩ আসনে লড়তে চান আব্দুল মান্নান

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ১০৫ পাঠক

ইদ্রিস আলম,
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ ৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান তালুকদার। এসময় তিনি হাজারো নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টনে শোডাউন করেন।
সিরাজগঞ্জ (তাড়াশ ও রায়গঞ্জ) ৩ আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান প্রবীন এই রাজনৈতিক।
বৃহস্পতিবার বেলা ১ টার দিকে তিনি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত মূল্য পরিশোধ করে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গতসোমবার ফরমের নির্ধারিত মূল্য ৫ হাজার টাকা পরিশোধ করে দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বিএনপির সুখে দুঃখে সব সময় পাশে থেকেছি। সকল কর্মকাণ্ডে অংশ গ্রহণ করেছি। আশা করি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মূল্যায়ণ করবেন।
গতসোমবার সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এরপরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD