1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
July 9, 2025, 4:00 pm

চট্টগ্রাম টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ-উইন্ডিজ

News desk | Dhaka24-
  • Publish | Thursday, November 22, 2018,
  • 167 View

স্পোর্টস ডেস্ক,বৃহস্পতিবার,২২ নভেম্বর ২০১৮:
দীর্ঘ ছয় বছর পর আবারও ক্যারিবীয়দের বিপক্ষে ২২ গজের লড়াইয়ে নামছে বাংলাদেশ। লড়াইটা শুরু টেস্ট ক্রিকেট দিয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল।

চোট কাটিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ দলের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব। প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন তিনি। এর আগে গত জুলাইয়ে উইন্ডিজ সফরেই শেষ টেস্ট খেলেছিলেন সাকিব।

এর আগে গত জুলাইয়ে উইন্ডিজ সফরেই শেষ টেস্ট খেলেছিলেন সাকিব। ওই সফরে দুটি টেস্টেই ক্যারিবিয়ানদের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। অ্যান্টিগায় ইনিংস ও ২১৯ রানে হারা ম্যাচের প্রথম ইনিংসে ৪৩ রানে অলআউট হয়েছিল টাইগাররা। যা টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর।

রোচ-হোল্ডার-গ্যাব্রিয়েলদের বোলিং তোপে কিংস্টনেও প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়েছিল সাকিবের দল। হোম সিরিজে বাংলাদেশের সামনে এখন হারের শোধ নেওয়ার সুযোগ।

সাকিব জানিয়েছেন সিরিজ চ্যালেঞ্জিং হবে। সঙ্গে এও নিশ্চিত করেছেন স্পিনারদের উপর আস্থা রাখছেন তিনি। আর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট মনে করেন বাংলাদেশের সাথে লড়াই জমজমাট হবে।

More news

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD