বিনোদন ডেস্ক,বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮:
মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া, সে খবর পুরনো। নতুন খবর হলো দুই রীতিতে সম্পন্ন হবে প্রিয়াঙ্কা ও নিকের বিয়ে।
এর আগে ১৩ ও ১৪ নভেম্বর ইতালিতে দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের বিয়ে হয়। তাঁদের বিয়ে হয় দীপিকার সিদ্ধি আর রণবীরের কন্নড় রীতিতে। দীপিকা ও রণবীরের মতো তারাও বিয়ে করবেন দুই রীতিতে। খ্রিস্টান ও হিন্দু এই দুই রীতিতে বিয়ে হবে তাদের।
ডিসেম্বরের শুরুতেই ভারতের যোধপুরের উমেদ ভবনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। তার আগে ২৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা।
ভারতেই প্রিয়াঙ্কা-নিক বিয়ের আয়োজন করলেও দেদারসে অর্থ ঢালবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। ভারতের উমেদ ভবনে এক দিনের অনুষ্ঠান করতে প্রিয়াঙ্কা-নিকের গুনতে হবে ৪৩ লাখ রুপির মতো।