রাসেল খান,
রাজধানীর উত্তরা সেক্টর-৯,রোড-২,৪৯ নাম্বার বাড়ির লিফটে আটকে পড়া শরিফুল ইসলাম নামের এক ব্যাক্তিকে উদ্ধার করলো উত্তরা ফায়ার সার্ভিস।
উত্তরা, ঢাকা।
বুধবার সকাল ১০টার দিকে ঐ বাড়ীর ৪র্থ তলা থেকে উদ্ধার করে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানা,বুধবার সকালে খবর পাই উত্তরা সেক্টর-৯,রোড-২,বাড়ী-৪৯ ৬ষ্ঠ তলা বাড়ীর ৪র্থ তলা লিফটে লোক আটকে আছে এক ব্যাক্তি সংবাদ পেয়ে একটি চৌকস টিম নিয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে। লিফটের সার্ভিক অবস্থা পর্যবেক্ষন করে অত্যাধনিক যন্ত্র হাইড্রোলিক স্পেডার ব্যবহার করে আটকা পড়া লোকটি কে অক্ষত অবস্থায় উদ্ধার করি। তার নাম মোঃ শরিফুল ইসলাম বয়স ২৫ বছর। আটকা পড়া লোকটি পেশায় ড্রাইভার। ৬ষ্ঠ তলা ভবনের ৪র্থ তলায় আত্মীয়র বাসা থাকতেন। সকালে পেশাগত কাজে বাসা থেকে নীচে নামার সময় দূর্ঘটনায় পরের তিনি। সফিকুল ইসলাম আরো বলেন, আটকা পড়া লোকটি কে উদ্ধারের জন্য প্রতিবেশীরা অনেক চেষ্টা করেন কিন্তু উদ্ধার করতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস কে সংবাদ দেন। ফায়ার সার্ভিস ১০ মিনিটের চেষ্টায় লোকটি কে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয়ের নিকট বুঝিয়ে দেন।