রাসেল খান,
রাজধানীর উত্তরায় রাজলক্ষী কমপ্লেক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে উত্তরার সেক্টর-৩ রাজলক্ষী মার্কেটের ৫ম তলার একটি টেইলার্সের দোকানে আগুন লাগার ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান,বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২ টার দিকে সংবাদ পাই উত্তরার একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই আগুন জ্বলছে। আমরা দ্রুত ৪ টি ইউনিট নিয়ে দ্রুত আগুন নির্বাপনে কাজ করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
রাজলক্ষী কমপ্লেক্সের ৬ষ্ঠ তলা ভবনের ৫ম তলার সূর্য্য কন্যা লেডিস টেইলার্স (দোকান নং-৯২/৯৩) আগুনে পুড়ে ক্ষতি গ্রস্থ হয়। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপের কারনে রাজলক্ষী কমপ্লেক্সের শত শত দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে এবং ক্ষয়ক্ষয় ক্ষতির পরিমান কম হয়েছে।