স্বপন রানা সোহেল,
রাজধানীর তুরাগের ডিয়াবাড়ি নিমতলির টেক এলাকায় বাবার হাতে ১৩ বছরের মেয়ে ধর্ষনের ঘটনা ঘটেছে। এঘটনায় ধর্ষীতা ঐ কিশোরীর বাবা আব্দস সালাম(৫০) কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। শুক্রবার সকালে এলাকাবাসী অবৈধ মেলামেশা করা অবস্থায় হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে তুরাগ থানায় সপর্দ করে।
জানা যায়, তুরাগের নিমতলির টেক এলাকার মো. ফারুক মিয়ার ভাড়া বাড়িতে সৎ কন্যা ১৩ সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আব্দুস সামাদ (৫০) কে এলাকাবাসি হাতেনাতে আটকের পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সুপর্দ করে। অভিযুক্ত আব্দুস সামাদ জামালপুর জেলার সরিষা বাড়ি থানার বাসিন্ধা। সে দীর্ঘ তুরাগ এলাকার নিমতলির টেক এলাকার ফারুকের বাড়ির ভাড়া থাকে। এই বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে তুরাগ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে।
এই বিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকিন বলেন,গ্রেফতার কৃত ধর্ষন মামলায় অভিযোক্ত আব্দুস সামাদ (৫০) এর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য ওয়ানষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।