খন্দকার শাহিন-
মঙ্গলবার,২৭ নভেম্বর ২০১৮: নরসিংদী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল থেকে প্রায় আদা বেলা অবরোধ করে বিক্ষোভ নেতাকর্মীরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বর্তমান সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন বেলাব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় মহাসড়কে টায়ার আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান করে স্লোগান দেন কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক ও নেতাকর্মীরা।
আসন্ন নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দেয়া মনোনয়ন পরিবর্তন করে নরসিংদীর ৪ আসনে এ এইচ আসলাম সানীকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়। এ অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে দুপুর ১২টায় বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল) বেলাল হোসেন ও বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ অবরোধকারীদের মহাসড়ক থেকে সড়িয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে মঙ্গলবার বিকালে সানির এক সমর্থকের উপর হামলা করে এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সমর্থকরা। এ নিয়ে এলকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে ও দোকানপাট বন্ধ রয়েছে বলে জানান স্থানীয়রা।
উল্লেখ্য, বর্তমান সংসদ সদস্য নরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে দলীয় মনোনয়ন না দেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে একাট্টা হয়ে গণসংযোগ ও দলীয় কর্মকান্ড পরিচালনা করে আসছিলেন আওয়ামী লীগের ৫ জন মনোনয়ন প্রত্যাশী।