1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর ডটনেট
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

বিশ্বের ‘সবচেয়ে কম দামি’ এলসিডি টিভি আনলো ভারত

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ২০০ পাঠক

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক | বৃহস্পতিবার,২৯ নভেম্বর ২০১৮:
বিভিন্ন প্রতিষ্ঠানের টিভিতে বাজার যখন সয়লাভ তখন ভারতের ‘ডিটেল’ নামে একটি সংস্থা ঘোষণা দিয়ে ‘বিশ্বের সবচেয়ে কম দামে’ এলসিডি টিভি বাজারে ছেড়েছে।

১৯ ইঞ্চির সেই টিভির দাম মাত্র ৩৯৯৯ রুপি। সংস্থাটির দাবি, এটিই নাকি বিশ্বের সবচেয়ে কম দামি এলসিডি টিভি।

ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, দিল্লির সংস্থা ডিটেল এর আগেও খুবই ‘কম দামে মোবাইল’ বাজারে এনে চমক দিয়েছিল। মোবাইলটার দাম ধরা হয়েছিল মাত্র ২৯৯ রুপি।

তখন সংস্থাটির দাবি ছিল, ২৯৯ রুপির সেই মোবাইলটাই নাকি বিশ্বের সমচেয়ে কম দামি মোবাইল ফোন। এবার তারা সেই পথে হেঁটেই আনল সবচেয়ে সস্তার টিভি।

সংস্থাটির কর্ণধার যোগেশ ভাটিয়া জানান, সাধ থাকলেও যাদের এলসিডি টিভি কেনার সাধ্য হয় না, তাদের জন্যই মূলত এই টিভি।

কী কী আছে এই টিভিতে

ফোন বা টিভির ক্ষেত্রে অন্যতম আগ্রহের বিষয় হলো রেজ্যুলেশন। ডিটেলের টিভিটির রেজ্যুলেশন ১৩৬৬ X ৭৬৮। অর্থাৎ এতে পাওয়া যাবে এইচডি ডিসপ্লে। এ ছাড়াও রয়েছে ইউএসবি স্লট। ফলে ব্যবহার করা যাবে পেন ড্রাইভ। এইচডিএমআই পোর্টও রয়েছে। এর মাধ্যমে এটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করা তো যাবেই, সেই সঙ্গে অ্যামাজন ফায়ারস্টিকের মতো কোনো স্ট্রিমিং ডিভাইস দিয়ে এটিকে স্মার্ট টিভিতেও রূপান্তর করা যাবে সহজেই।

সংস্থাটি এক বছরের অনসাইট ওয়ারেন্টি দিয়েছে টিভিটির।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD