1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

মাধবদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ১১৫ পাঠক

আব্দুল কুদ্দুস | ২৯ নভেম্বর ২০১৮, বৃহস্পতিবার
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অধীনে বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। সারাদেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০ টা থেকে মাধবদীর নবধারা মডেল হাই স্কুলে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মাধবদী থানা শাখার অধীনে মোট ১১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো- নবধারা মডেল হাই স্কুল, হামিংবার্ড ইসলামিক আইডিয়াল স্কুল, ফুলকলি প্রি: ক্যাডেট এন্ড কিন্ডার গার্টেন স্কুল, নতুনকুঁড়ি আইডিয়াল স্কুল(১), মিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, নতুনকুঁড়ি আইডিয়াল স্কুল(২), পিয়ারা বেগম মেমোরিয়াল স্কুল, মেহেরপাড়া মডেল স্কুল, লিটল স্টার স্কুল, স্যাংকটাম কিন্ডার গার্টেন স্কুল। প্রতিষ্ঠান গুলোর নার্সারি থেকে অষ্টম শ্রেণীর মোট ১৬০জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে বেলা ১১ টায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ, মাধবদী থানা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের পরিক্ষা নিয়ন্ত্রক ও মাধবদী থানা প্রেসক্লাবের উপদেষ্টা এমদাদুল ইসলাম খোকন, সভাপতি মো: আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, সাংগঠনিক সম্পাদক মো: নুর আলম, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক, দপ্তর সম্পাদক আওয়ালাদ হোসেন, সদস্য আরিফ হোসেন ও মোহনা টিভির মাধবদী প্রতিনিধি রেজাউল করিম সহ স্থানীয় সাংবাদিকদের একটি টিম পরিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও এসময় বৃত্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এম জসীমউদ্দিন ভূঁইয়া, কেন্দ্র সচিব কাজী মেহবুব ইয়াছিন সৃজন, সদস্য সচিব মাহফুজুর রহমান কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো: নাসির উদ্দিন ও মোঃ হানিফ সিকদার উপস্থিত ছিলেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD