নিউজ ডেস্ক | সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮: সিএমপি কার্যালয় মাঠে মহড়ার অংশ হিসেবে ব্যবসায়ীকে অপহরণ করার মহড়ার আয়োজন করে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল বেলা ১১টার দিকে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ার গল্প হিসেবে নির্ধারণ করা হয় ‘জঙ্গির হাতে ব্যবসায়ী বন্দি’।
৪০ জন দক্ষ পুলিশের অংশগ্রহণে নাটকটির প্রথম অংশে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাদের ডেরায় নিয়ে যায় দুজন জঙ্গি। পরে লোকাল থানাকে বিষয়টি অবগত করার পর জঙ্গিদের আস্তানা ঘিরে ফেলে পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।
এরপর ব্যবসায়ীকে উদ্ধারে আস্তানায় অভিযান চালায় পুলিশের সোয়াট টিমের সদস্যরা। যেখানে ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি দুজন জঙ্গিকে আটক করে সোয়াট টিমের সদস্যরা। এরপর সিএমপির বোমা ডিজপোজাল ইউনিটের সদস্যরা জঙ্গিদের আস্তানা থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে নাটকের সমাপ্তি ঘোষণা করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এ মহড়ায় অতিথি ছিলেন সিএমপির পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আমেনা বেগম, সিএমপির নবগঠিত কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ ও গোয়েন্দা পুলিশ (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মোস্তাইনসহ অন্য পুলিশ অফিসার।
এ সময় পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসীদের নির্মূল করতে সিএমপির কাউন্টার টেররিজম ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর তার অংশ হিসেবে আজকের এ মহড়ার আয়োজন।