নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮:
চট্টগ্রামে অর্থ কেলেঙ্কারী ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ ডিসেম্বর) সিএমপির কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক এলাকা থেকে তাদের দু’জনকে আটক করতে সক্ষম হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবু সৈয়দ (৩৩) ও মিজানুর রহমান (৩৫)। এদের মধ্যে মো. আবু সৈয়দের বিরুদ্ধে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দায়ের করা মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ (২য় )এর আদালত ৩ (তিন) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩( তিন) মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
অপর আসামি মিজানুর রহমানের বিরুদ্ধে ২০১২ সালের লঙ্কা বাংলা ফাইন্যান্সের দায়ের করা মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (৬ষ্ঠ) এর আদালত ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামিরা এতদিন পলাতক ছিল।