নিজস্ব প্রতিবেদক | রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮:
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ‘সততাই সর্বোত্তম নীতি’ এই মূলমন্ত্রে বিশ্বাসী হয়ে শপথ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে নগরভবনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা শেষে এ শপথ নেন তারা।
শপথ বাক্য পাঠ করান ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা। ভারপ্রাপ্ত মেয়রের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই শপথ নেই। শপথ পাঠ করানোর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেয়র জামাল মোস্তফার সভাপতিত্বে সভায় ডিএনসিসির সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, আবরাউল হাছান মজুমদার,প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুনসহ ডিএনসিসির কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।