নিজস্ব প্রতিবেদক- রবিবার ০৯ ডিসেম্বর ২০১৮:
নরসিংদীর শিবপুরে শীতজনিত কারণে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে বৃদ্ধাকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বড়ইতলা থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনোও পর্যন্ত মারা যাওয়া বৃদ্ধার কোনো পরিচয় সন্ধান পাওয়া যায়নি।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী শফিকুল ইসলাম। তিনি বলেন, সকালে অজ্ঞাত একজন বৃদ্ধাকে বড়ইতলাতে মহাসড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। ওই বৃদ্ধাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিজানুর রহমান প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। তিনি বলেন, আমরা ধারণা করছি শীতজনিত কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে।