নিজস্ব প্রতিবেদক,রবিবার,৯ ডিসেম্বর ২০১৮:
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার বিকালে উপজেলার পাহাড় উজিলাবতে শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা নাজরীন হক হেনার পরিচালনায় আলোচনা সভাটি পরিচালিত হয়। উক্ত আলোচনা সভায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। এসময় বেগম রোকেয়ার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার আমিনা, লিগ্যাল এইড সম্পাদক রোকাসানা বেগম, ধুকুন্দি শাখার সংগঠক সুরাইয়া বেগম।
রোকেয়া দিবসের আলোচনা সভার শেষে “ধর্ষণ ও যৌন নিপীড়ন মানবতার বিরুদ্ধে অপরাধ ” এই শ্লোগানকে কণ্ঠে ধারণ করে আন্তজাতির্ক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৮ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে যৌন নিপীড়ন ও ধর্ষনের ঘটনা প্রতিরোধে প্রতিবাদ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। এলাকার ব্যাপক সংখ্যক লোক এই প্রতিবাদ সমাবেশ ও র্যালীতে অংশ গ্রহণ করেন ।