রাসেল খান | রবিবার, ৯ ডিসেম্বর ২০১৮:
সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী এ্যাড, সাহারা খাতুন এমপিকে ঢাকা ১৮ আসনে আবারও বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মাঝি নির্বাচিত করায় উপহার হিসেবে নৌকা তুলে দিলেন তুরাগ থানা কৃষকলীগের সাধারন সম্পাদক রিপন হোসেন।
রবিবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে রাজধানীর উত্তরায় ১৪ নাম্বার সেক্টরে সাহারা খাতুনের নিজ বাসায় সৌজন্য সাক্ষাতকালে এ নৌকা উপহার তুলে দেন তুরাগ থানা কৃষকলীগের সাধারন সম্পাদক রিপন হোসেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাধারন সম্পাদক হালিম খান, তুরাগ থানা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম, তুরাগ থানা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন প্রমুখ।