নিজস্ব প্রতিবেদক-সোমবার ১০ ডিসেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনের স্বতন্ত্র থেকে মনোনয়নপ্রত্যাশী আলোচিত শোবিক তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১০ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও রাজিক আল জলিল এ আদেশ দেন।
এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হিরো আলমের এখন আর কোনও বাধা নেই।
এর আগে নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গতকাল রবিবার হাইকোটে রিট করেন হিরো আলমের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলী।
শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় অভিযোগ এনে গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে হিলো আলমের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করলে আপিলেও তার প্রার্থিতা বাতিল হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম।