রাসেল খান,
রাজধানীর উত্তরা ৯ নাম্বার সেক্টরের ১০ নাম্বার বাড়ীর-১০৩/বি রোডের একটি ৭ম তলা ভবনের ৪র্থ তলার একটি ফ্লাটে আগুন লাগার ঘটনা ঘটে।
সোমবার বিকাল সোয়া ৪ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, ৯ নাম্বার সেক্টরের ১০ নাম্বার বাড়ীর-১০৩/বি রোডের একটি ৭ম তলা ভবনের ৪র্থ তলার একটি ফ্লাটে আগুন লাগার সংবাদ পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ০২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নির্বাপনে কাজ শুরু করি। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ৭ম তলা ভবনের ৪র্থ তলার একটি ফ্লাটের আসবাবপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। দ্রুত অগ্নি নির্বাপনে কাজ করার কারনে বাড়ীর অনেক ফ্লাট আগুন থেকে রক্ষা পেয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। তবে অল্পের জন্য বড় অগ্নিদূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিক ভাবে জানা যায়, ছোট বাচ্চা আগুন নিয়ে খেলা করার সময় এই অগ্নি দূর্ঘটনা ঘটে।