নিউজ ডেস্ক- সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮:
অনলাইন নিউজ পোর্টাল পরিবর্তন, প্রিয়, রাইজিংবিডি ও ঢাকা টাইমস২৪ ডটকমসহ আচমকা বন্ধ করে দেওয়া ৫৮টি ওয়েবসাইট ও লিংক খুলে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, সংশ্লিষ্ট ওয়েব পোর্টাল বন্ধের নির্দেশনা তুলে নেওয়া হয়েছে। পোর্টালগুলো এখন চালু হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়শন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক ইমদাদুল হক সাংবাদিকদের বলেন, বন্ধ হওয়া ৫৮টি সাইট খুলে দেওয়ার নির্দেশনা পেয়েছি। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রোববার বিকেলে বিটিআরসির পক্ষ থেকে এসব পোর্টাল বন্ধে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইইজি) অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার)-গুলোর কাছে নির্দেশনা দেয়া হয়। এরপর থেকে পোর্টালগুলো খোলা যাচ্ছিলো না।