মির্জাপুর (টাঙ্গাইল),মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮:
টাঙ্গাইলের মির্জাপুরে ৪টি কবর খুড়ে ৩টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
উপজেলার ফতেপুর ইউনিয়নের কুরনী, শুভুল্লা ও হাতকুড়া গ্রামের যৌথ কবরস্থান থেকে রেহেনা বেগম, মজিবর হাবিলদার ও তারিকুল ইসলাম নামের মৃত ব্যক্তিদের কঙ্কালগুলো চুরি হয়ে যায় বলে এলাকাবাসী জানিয়েছে।
মৃত রেহেনা বেগমের ছেলে নজরুল জানান, সকালে তিনি জানতে পারেন তাদের কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। কবরস্থানে গিয়ে দেখেন তার মায়ের কবরের কঙ্কাল চুরি হয়েছে। ৩ টি কঙ্কাল চুরি হলেও চোররা ৪ টি কবর খুড়েছিল কিন্তু একটি কঙ্কাল নিতে পারেনি। তিনি এই চোর চক্রের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানান।
এর আগে উপজেলার জামুর্কী ইউনিয়নে ও গোড়াই ইউনিয়নের দুটি কবরস্থান থেকে বেশ কয়েকটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’