1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

নির্বাচনে লড়ছেন ছয় টিভি চ্যানেল মালিক

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮
  • ১০৯ পাঠক

স্টাফ রিপোর্টার,বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ছয় জন টিভি চ্যানেল মালিক প্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরইমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। ছয় জনের একজন ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এরমধ্যে ঢাকা-১ আসনে নির্বাচন করছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকো’র সভাপতিও।

একই আসনে সালমান এফ রহমানের প্রতিদ্বন্দ্বী সালমা ইসলাম। তিনি যমুনা টেলিভিশনের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী এবং চ্যানেলটির অন্যতম পরিচালক।

ঢাকা-৯ আসনে নির্বাচন করছেন সাবের হোসেন চৌধুরী। দেশ টিভির সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। ঢাকা-১৫ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন কামাল আহমেদ মজুমদার। মোহনা টিভির চেয়ারম্যান তিনি।

গাজী গোলাম দস্তগীর গাজী টিভির স্বত্তাধিকারী। তিনি নির্বাচন করছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে। নোয়াখালী-২ আসনে নির্বাচন করছেন মোরশেদ আলম। আরটিভির চেয়ারম্যান তিনি।

এছাড়া বেশকিছু আসনে কয়েকটি টিভির পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাঠে তারা সবাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD