রাসেল খান,
রাজধানীর তুরাগের ডিয়াবাড়ী, মেট্রোরেল ডিপোতে উত্তরা ফায়ার স্টেশনের উদ্যেগে ফায়ার মহড়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে এই মহড়া পরিচালনা করেন উত্তরা ফায়ার সার্ভিস।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম বলেন, তুরাগের ডিয়াবাড়ী মেট্রোরেল প্রকল্পের ডিপোতে আজ মহড়ায় দেখানো হয় কি ভাবে অগ্নিনির্বাপন, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং ভুমিকম্প মোকাবেলা করতে পারে ।
যাতে করে মেট্রোরেল প্রকল্পের ডিপোতে কর্মরত দেশী বিদেশী কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা এ ধরনের দূর্ঘটনা নিজেরা মোকাবেলা করতে পারে। মূলত তাদের কে সচেতন করার জন্য উত্তরা ফায়ার স্টেশনের উদ্যেগে এ ধরনের মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় উপস্থিত ছিলেন মেট্রোরেল ডিপো প্রকল্পের আবাসিক ইঞ্জিনিয়ার জনাব পংকজ বিশ্বাস, সেফটি ম্যানেজার মিঃ হান পং তুং সারো, সেফটি অফিসার মোঃ মকবুল চৌধুরী, ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।