খন্দকার শাহিন | শুক্রবার,১৪ ডিসেম্বর ২০১৮:
সরকার দলীয় সন্ত্রাসে দেশ আজ মগের মুল্লুকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২, পলাশ এর বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। প্রতীক বরাদ্দের পর থেকে তার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী’র মদদে প্রতিদিনই বিএনপি’র গণসংযোগে হামলা চালানো হচ্ছে, উল্টো বিএনপি নেতাকর্মীদের নামেই মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিকালে পলাশের গজারিয়া ও জিনারদী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপির প্রচারণায় ভোটারদের শান্তিপূর্ণ ভোট প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ কর্মীরা তাও করতে দিচ্ছে না। তারা এমনকি বিএনপির প্রচার প্রচারনায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাচ্ছে না বলেও অভিযোগ করেন ডক্টর আবদুল মঈন খান।
এ গণসংযোগে অংশনেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারন সম্পাদক সাইফুল হক, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন জনি, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, ছাত্রদল নেতা, মাসুদ খান, ওয়ালিদ খান সহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।