নিজস্ব প্রতিবেদক | শনিবার,১৫ ডিসেম্বর ২০১৮:
শহীদ বুদ্ধিজীবী দিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাংবাদিক নেতারা ।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচির ঘোষণা দেন তারা। সাংবাদিক নেতারা বলেন, ড.কামাল সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করেছে সেজন্য তাকে ক্ষমা চাইতে হবে। তারা বলেন, ড. কামাল হোসেন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে এক হয়ে দেশকে আবারো মৌলবাদী রাষ্ট্র বানাতে চাইছে। সোমবারের মধ্যে ক্ষমা না চাইলে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।