1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

নরসিংদী-১ আসনে ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা করছি- শিরিন সুলতানা

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৮৮ পাঠক

খন্দকার শাহিন | শনিবার,১৫ ডিসেম্বর ২০১৮:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন কারাগারে থাকায় ভীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন খোকনের স্ত্রী কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। নরসিংদীর চিনিশপুরে দলীয় কার্যালয়ে শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাধবদী শহর বিএনপি আয়োজিত নির্বাচনী কর্মী সভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, প্রার্থী কারাগারে থাকায় উঠান বৈঠক-ই একমাত্র ভরসা বিএনপির। এসময় বিএনপি প্রার্থী খায়রুল কবীর খোকনের স্ত্রী শিরিন সুলতানা সাংবাদিকদের নিকট অভিযোগ করে বলেন, নির্বাচনকে ঘিরে পুলিশ ব্যাপক সংখ্যক দলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। দেড় সহশ্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। যাদের নামে মামলা হয়েছে এমন কী যাদের নামে মামলা নেই তাদেরকেও নির্বাচনী মাঠে কাজ করতে নামতে দেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকায় পোস্টার কেটে ফেলা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, প্রার্থী খায়রুল কবীর খোকন কারাগারে থাকায় এবং দলীয় নেতাকর্মীদের উপর পুলিশী হয়রানীর কারণে ঘরোয়া উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে হচ্ছে। সুষ্ঠু ভোট হলে ভোটাররা কেন্দ্রে যেতে পারলে ধানের শীষ বিজয়ী হবে বলে আশাবাদী তিনি।
সভায় মাধবদী শহর বিএনপি’র সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অংশনেন নরসিংদী শহর বিএনপি’র সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক শাহাজান মল্লিক, মাধবদী শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার জাকারিয়া।
মাধবদী শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজানেনর সঞ্চালনায় সভায় বিএনপি’র অংঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
আয়োজিত সভায় ধানের শীষ প্রতীককে বিজয়ী করার আহবান জানান শিরিন সুলতানা ও বিএনপি নেতারা।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD