1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি: ড.কামাল

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮
  • ৮৪ পাঠক


নিউজ ডেস্ক,রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮:
বিজয় দিবসে জাতীয় ঐক্যকে সুসংহত করার আহবান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘স্বাধীনতা এলেও এখনও মানুষের মুক্তি আসেনি। মানুষের মুক্তির জন্য আমাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।’

তিনি বলেন, ‘যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম, সেই শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে, সেটি যেকোনো দিক থেকে হোক, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।আসুন আমরা ঐক্যকে সুসংহত করি।মনে রাখবেন ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।’

রবিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশে এখন জবরদস্তি লাঠিয়াল বাহিনীর শাসন চলছে। স্বাধীন দেশে এগুলো মেনে নেওয়া যায় না। ঐক্যবদ্ধভাবে সবাই মিলে এই লাঠিয়াল বাহিনীর মোকাবেলা করতে হবে।’

ড. কামাল বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা। তারা যে স্বপ্ন দেখেছে সেই আইনের শাসন, গণতন্ত্র, সমাজতন্ত্র, জীবনের নিরাপত্তা, সেগুলো আমাদের সংবিধানের মূল চার নীতিতেও আছে। সেই নীতিগুলো সামনে রেখে তারা জীবন দিয়েছে। আমরাও দেশকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবো।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আ স ম আব্দুর রবসহ বিএনপি ও ঐক্যফ্রন্টের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD