নিউজ ডেস্ক | মঙ্গলবার, ১৮ ডিসেম্বর ২০১৮:
সুনামগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আ’লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান করছেন। ছবি: যুগান্তর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের দিরাই উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার রাত সাড়ে ৯টায় দিরাই পৌর শহরের চণ্ডিপুর গ্রামে ১নং ওয়ার্ড কাউন্সিলর ইদন মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের আড়াই শতাধিক নেতাকর্মী বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
ইদন মিয়ার বাড়িতে বিএনপির প্রার্থীর নির্বাচনী উঠান বৈঠকে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
এর আগে সোমবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে উপজেলার ছাত্রলীগ থেকে ছেড়ে আসা বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা মিজান মিয়া, রায়হান মিয়া, আইয়ুব হোসেন, পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেন, আলিনুর মিয়া, মোস্তাকিন মিয়া, রফু মিয়া, সাদেক, মোতালিম প্রমুখ যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন।
বিএনপিতে ছাত্রলীগ নেতাকর্মীদের এ যোগদান প্রসঙ্গে সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী বলেন, এ আসনে এবার জনগণের জয় হবে। আমরা নির্বাচনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত ও গণতন্ত্রকে পুনরুদ্ধার করব ইনশাআল্লাহ।
যোগদান অনুষ্ঠান দুটিতে দিরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রশীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, দিরাই উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এসএম সায়েমসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।