1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

কামাল মজুমদারের নির্বাচনী ক্যাম্পে হামলায় গ্রেফতার ১০

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮
  • ১১৪ পাঠক

নিউজ ডেস্ক | বুধবার,১৯ ডিসেম্বর ২০১৮:

রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করে থানায় নিয়েছে মিরপুর থানা পুলিশ।

বুধবার (১৯ ডিসেম্বর) মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে তাদের কারও নাম বা রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি পুলিশ। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের মিরপুরের ৬০ ফুট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা, বিস্ফোরণ, গুলি ও ভাঙচুরের অভিযোগ উঠে। এসময় কয়েকটি গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটে। ওই হামলায় ওয়ার্ড শ্রমিকলীগ নেতা হারুন উর রশিদ আহত হন। তিনি বর্তমানে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি, জামায়াতের কর্মীরা এই হামলা চালিয়েছে।

এ বিষয়ে ওসি দাদন ফকির বলেন, ‘হামলার ঘটনায় একটি নাশকতার মামলা হয়েছে। মামলার বাদী হারুন নামের একজন আহত শ্রমিক নেতা। ১০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রসঙ্গত, কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে এই আসনে লড়ছেন ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD