1. shahinit.mail@gmail.com : dhaka24 : ঢাকা টোয়েন্টিফোর
  2. arifturag@gmail.com : ঢাকা টোয়েন্টিফোর : ঢাকা টোয়েন্টিফোর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

গাজীপুর পাটকল মিলে আগুন

Dhaka24 | ঢাকা টোয়েন্টিফোর -
  • প্রকাশ | সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ১০০ পাঠক

তরিকুল ইসলাম


গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে সোমবার ভোরে সারাহ্ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের একটি পাটের কারখানা ও কারখানার গুডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানা শেড এবং ভেতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে গেছে। কারখানার আগুন নিয়ন্ত্রণে জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। প্রায় পাঁচ ঘন্টা পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনের দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গিয়ে একজন আহত হয়েছে। তবে সে কারখানার শ্রমিক কিনা বা তার পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, পৌর এলাকার কেওয়া বাজারে সকাল পৌণে ৬টার দিকে সারাহ্ জুট মিলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পাট, পাটজাত দ্রব্যাদি, জিও ব্যাগ ও জিও তৈরীর ক্যামিকেল থাকায় আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। পরে আগুন মুহুর্তেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং কারখানার শেড থেকে আগুন গুদামে থাকা পাট, সুতা পাটজাত পণ্যসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি, শ্রীপুর ফায়ার স্টেশনের ৩টি এবং ভালুকা ফায়ার স্টেশণের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় পাঁচ ঘন্টা পর বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুনে হতাহতের কোন তথ্য জানা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, পাটের কারখানা থাকা সত্ত্বেও কারখানার নিজস্ব কোন পানির রিজার্ভ ট্যাংকী না থাকায় দুর থেকে পানি এনে আগুন নেভাতে অনেকটা বেগ পেতে হয়েছে।

কারখানার সিনিয়র ম্যানেজার জিয়াউল হক খান জানান, কারখানাটি মূলত জুট ইয়ার্ন (পাটের সূতা), জিও ব্যাগ ও পাটের বস্তা তৈরী করা হতো। কারখানার ব্রেকার কার্ডের ৮নং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। বাতাস থাকায় আগুন তা মুহুর্তেই পাশের গোডাউনের শেডে ছড়িয়ে পড়ে। এতে কারখানা ও দুইটি শেডের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

লাইক কমেন্ড ও শেয়ার করে সাথে থাকুন-

আরো খবর

© All rights reserved | 2016 dhaka24.net by |

Theme Customized BY WooHostBD