নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার,২৫ ডিসেম্বর ২০১৮:
ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নির্বাচনের সংবাদ সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশন ও যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সুশান্ত সিনহা বলেন, নির্বাচন কাভারে আসা ৪০ জন সাংবাদিকের ওপর নবাবগঞ্জের শামীম গেস্ট হাউস (হোটেল) এ হামলা চালানো হয়েছে।
তিনি আরো বলেন, হামলা চালিয়ে ১২ টি গাড়ি ভেঙেছে সরকার দলীয় সমর্থকরা। সেখানে ১০ জনের বেশি আহত হয়েছেন। সোমবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে ১০ টা ৪৫ মিনিট পর্যন্ত তাণ্ডব চলেছে বলেও জানান তিনি।
জানা গেছে, হোটেলে অবস্থানরত সাংবাদিকদের প্রায় ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখা হয়। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও লাভ হয়নি।
এর আগেও ঢাকা-১ আসনে সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের যানবাহনে হামলার ঘটনা ঘটেছে।