নিউজ ডেস্ক | বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের পাশে অবস্থিত পাবলিক টয়লেট সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে কে বা কারা ফেলে গেছে তা জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ধারণা করছেন, হয়তো কোনো যুগলের অবৈধ মেলামেশার কারণে নবজাতকটি জন্ম নিয়েছিল, তাই নবজাতকটিকে মেরে ফেলে গেছেন।
পুলিশের উপপরিদর্শক ফুল মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাবলিক টয়লেটের পাশে নবজাতকের একটা মরদেহ পাই। তারপর তা উদ্ধার করে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
খবর: ব্রেকিংনিউজ ডটকম বিডি