নিউজ ডেস্ক | বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
টাঙ্গাইল-২ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী কারান্তরীণ যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী এলাকা গোপালপুর-ভুয়াপুরে হামলা এবং গণগ্রেফতার চলছে বলে অভিযোগ করা হয়েছে ।
প্রার্থীর বড়ভাই ও টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে গোপালপুরের ধোপাকান্দিতে বিএনপি নেতা মো. আনিস ও মানিকের বাড়িসহ শতাধিক বাড়িতে হামলার পাশাপাশি লুটপাট চালিয়েছে নৌকা মার্কার সমর্থকরা। এতে আতঙ্কিত হয়ে পড়ে পুরো এলাকা।’
তিনি বলেন, ‘পুলিশ প্রশাসন আজ (বুধবার) সকাল থেকেই আবার গোপালপুর ও ভুয়াপুরে গণগ্রেফতার চালাচ্ছে। এই সংসদীয় আসনের প্রতিটি ইউনিয়নে এবং পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশিক্ষিত নির্বাচনী এজেন্টদের আটক করা হচ্ছে। ইতোমধ্যে আটক করা হয়েছে ২০/৩০জনকে। আবার অনেককেই তাদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতিসহ হুমকি দেয়া হচ্ছে।’
তোফা বলেন, ‘গোপালপুর-ভুয়াপুরে একদিকে জনগণ এবং ধানের শীষ অন্যদিকে প্রশাসন সাথে সরকারি দল।’
নেতাকর্মীদের বাড়িতে হামলা ও গণগ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই আসনে নুন্যতম নির্বাচনের পরিবেশ নেই। ভোটাররা আজ ভীত ও আতঙ্কিত। বারংবার জেলা রির্টানিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনকে অবহিত করার পরও কোনো উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।