নিউজ ডেস্ক | বুধবার,২৬ ডিসেম্বর ২০১৮:
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলে আমরা এতদূর এসেছি, প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন তাই আমরা নৌকায় ভোট চেয়েছি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে নৌকার পক্ষে প্রচারণায় নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য কলসিন্দুরের ফুটবলকন্যারা। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মি.জুয়েল আরেং এর পক্ষে নৌকায় ভোট চেয়েছে ফুটবলার মেয়েরা।
মঙ্গলবার কলসিন্দুর বাজারে সানজিদা,মারিয়া,শিউলি তাদের স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মালা রানী সরকারের সঙ্গে নৌকার পক্ষে ভোট চেয়েছে।বুধবার মার্জিয়া,তহুরা, শামসুন্নাহার, সহকারী অধ্যাপক মালা রাণী সরকার, ফুটবল কোচ জুয়েল মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নারীদে কাছে ভোট চেয়েছেন।
এসময় তাদের সঙ্গে যোগ দেন প্রয়াত ফুটবলার সাবিনার আক্তারের মা। এ ব্যাপারে ফুটবলার মারিয়া মান্দা জানায়, বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলে আমরা এতদূর এসেছি, প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন তাই আমরা নৌকায় ভোট চেয়েছি। কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মালা রাণী সরকার বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের খেলাধুলা এবং দেশের অনেক উন্নয়ন করেছেন তাই নৌকার কোনো বিকল্প নেই।